ওয়াক্ফ:
মুসলমান সম্প্রদায়ের কোন ব্যক্তি/প্রতিষ্ঠান মুসলিম আইন অনুসারে (মুসলিম) যখন জনসাধারণের মঙ্গল, পরিজনদের ভবণপোষণ, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানের পরিচালানা ইত্যাদির জন্য তার সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গকরতঃ একটি ট্রাস্ট গঠন করেন, তখন ঐ সম্পত্তি ওয়াক্ফ সম্পত্তি নামে অভিহিত। ওয়াক্ফ সম্পত্তির মালিকানা আল্লাহর উপর বর্তায়, মোতাওয়াল্লি ঐ সম্পত্তির রক্ষণাবেক্ষণ করেন। ওয়াক্ফ সম্পত্তির ব্যবস্থাপনা দেখাশোনা বা পরিচালনার দায়িত্ব মোতাওয়াল্লির। মোতাওয়াল্লি পরিবর্তনশীল। ওয়াক্ফ দলিলে বর্ণিত পদ্ধতিতে মোতাওয়াল্লি পরিবর্তিত হয়ে থাকে। তখন ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা এই ব্যাপারে বিরোধ দেখা দিলে আইন মোতাবেক মীমাংসা করে থাকেন। ওয়াক্ফ সম্পত্তি আল্লাহর নামে রেকর্ড করতে হবে। তবে পক্ষে অমুক মোতাওয়াল্লি কথাটি উল্লেখ থাকবে।

 

নোটিশ বোর্ড






    google+     skype    rss