প্রশাসনিক কর্মকর্তাদের বানী
সহকারী কমিশনার (ভূমি) অফিস, মতিঝিল সার্কেল, ঢাকা যে সকল সেবাপদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে জনসেবা নিশ্চিতকরণে উদ্যোগী হয়েছে তা নিম্নরূপ:
AC Land MJ এই ব্র্যান্ড নামে নামজারির আবেদনকারীর নিজ মোবাইল নম্বরে নামজারির দুইটি প্রধান ধাপে (শুনানি ও চূড়ান্ত অনুমোদন) এসএমএস-এর মাধ্যমে নোটিফিকেশন মেসেজ চলে যাবে। নামজারির প্রতিটি ধাপ সম্পন্ন করার জন্য নির্ধারিত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। সর্বোচ্চ ৪৫ কার্যদিবসের মধ্যে নামজারির কার্যক্রম শেষ হবে।
সহকারী কমিশনার (ভূমি) অফিস, মতিঝিল সার্কেল একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। www.aclandmotijheelcircle.gov.bd এই ওয়েবসাইটের 'নামজারি মামলার সর্বশেষ অবস্থা জানতে এখানে ক্লিক করুন' অংশে গিয়ে মামলা নম্বর ও আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর দিলে আপনার নামজারির নথিটি কোন পর্যায়ে রয়েছে তা দেখা যাবে।
সহকারী কমিশনার (ভূমি) অফিস, মতিঝিল সার্কেল হতে পরামর্শ, মামলার তথ্য ও সেবাপদ্ধতি সম্পর্কে জানার জন্য সেবাপ্রত্যাশী জনগণকে যাতে সময়, অর্থ ও শ্রমব্যয় করে না আসতে হয়, ঘরে বসেই যাতে ছোটখাট সমস্যার সমাধান, তথ্য জানা যায় সেজন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল: -----------। আপনার কলটি ফ্রন্টডেস্কে কর্মরত কর্মচারীবৃন্দ রিসিভ করবেন এবং প্রত্যাশিত সেবা দিতে সম্পূর্ণ সহযোগিতা করবেন। কোন কারণে ব্যর্থ হলে সহকারী কমিশনার (ভূমি)'র সাথে সরাসরি ----------- এই নম্বরেও যোগাযোগ করা যেতে পারে।
নোটিশ বোর্ড
গুরুত্বপূর্ন সেবা
অন্যান্য ই-সেবা