কমিশনার মহোদয়ের বাণী

বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য ভূমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশাল জনগোষ্ঠীর কারনে এ অপ্রতুল সম্পদের যথাযথ ব্যবহার ও ব্যবস্থাপনা জরুরী। তাই এ অমূল্য সম্পদ ডিজিটাইজেশনের মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা এখন সময়ের দাবী। বর্তমান সরকারের “রূপকল্প-২০২১” বাস্তবায়নের অন্যতম অঙ্গীকার ছিল সরকারী সেবা খাতে ডিজিটাইজেশন। এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তত্বাবধানে  a2i ও পাবলিক সার্ভিস ইনোভেশন টিম নিরন্তর কাজ করে চলেছে। এতে সরকারী কর্মকর্তাদের মধ্যে নিজ উদ্যোগে কাজ করার একটি অনন্য স্পৃহা তৈরী হয়েছে।


জেলা প্রশাসক, ঢাকা এঁর নির্দেশনায় মতিঝিল সার্কেলে, ঢাকা জেলার প্রথম এপ্লিকেশনবেইজড ওয়েবসাইট উদ্বোধন হতে যাচ্ছে আমি আনন্দিত। ভূমি ব্যবস্থাপনার মতো একটি জটিল ও ব্যাপক বিষয়ে জনগনের গোরগোড়ায় পৌছে দেবার লক্ষ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এপ্লিকেশনভিত্তিক ওয়েবসাইট তৈরী একটি যুগান্তকারী প্রয়াস বলে আমি মনে করি। এতে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক একটি রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত হবে এবং জনগণের দূর্ভোগ অনেকাংশে লাঘব হবে।


সহকারী কমিশনার (ভূমি) অফিস, মতিঝিল সার্কেলে তথ্য প্রযুক্তির প্রচলন জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এছাড়া আরো নতুন নতুন কর্মপদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে এটি একটি স্থায়ী কাঠামোতে রূপ নেবে। সর্বোপরি দেশের সকল ভূমি অফিসে এরূপ ডিজিটাইজড ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সেবা নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত “রূপকল্প-২০২১” বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।


এই উদ্যোগের সাথে স¤পৃক্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।

মো: সাবিরুল ইসলাম
কমিশনার 
ঢাকা বিভাগ, 
ঢাকা।

নোটিশ বোর্ড






    google+     skype    rss