অকৃষি খাস জমি :

দেশের সকল মেট্রোপলিটন এলাকা, পৌর এলাকা এবং উপজেলা সদর বর্তমান নীতিমালা অনুযায়ী শহরাঞ্চাল হিসাবে বিবেচিত হয়। এই সকল এলাকার কৃষিযোগ্য ভূমিও অকৃষি খাসজমি। ইহার বাহিরে অবস্থিত কৃষিযোগ্য জমি বাদে অন্য সকল জমি অকৃষি খাস জমি।

ভূম/শা-৮/খাজব/৪৬/৮৪/১২৪, তারিখ ০৭ মার্চ ১৯৯৫ অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমাল ১৯৯৫ এর আওতায় পূর্ববর্তী ১২ মাসের জমি কেনাবেচার দলিলের গড় মূল্যের ভিত্তিতে সেলামি নির্ধারণ পূর্বক অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়।

নোটিশ বোর্ড






    google+     skype    rss