সহকারী কমিশনার (ভূমি) অফিস, ডেমরা সার্কেলে আপনাকে স্বাগতম

 

ভূমি ও রাজস্ব ব্যবস্থাপনা বিষয়ে জনগণের দাড়গোড়ায় সেবা পৌঁছে দিতে মাঠ পর্যায়ে তৃণমূলের প্রতিষ্ঠান হলো সহকারী কমিশনার (ভূমি) এর অফিস।
স্বত্ত্বলিপি হালনাগাদ অবস্থায় সংরক্ষণসহ নামজারী ও জমা খারিজের মাধ্যমে রেকর্ডপত্র হালনাগাদ করণ। সরকারী জমি সংরক্ষণ ও ব্যবস্থাপনা,ভিপি ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় এবং সায়রাত মহাল ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়।

নোটিশ বোর্ড






    google+     skype    rss